২৭ বছর পর ‘মিস ওয়ার্ল্ড’-এর আয়োজক ভারত

0

নারীদের আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭১তম আসর আয়োজন করতে যাচ্ছে ভারত। এর আগে, ১৯৯৬ সালে এই প্রতিযোগিতার আসর বসেছিল ভারতে। বৃহস্পতিবার ভারতের দিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মিস ওয়ার্ল্ডের আয়োজক কমিটি। বলা হয়েছে, দীর্ঘ ২৭ বছর পর আবারো ‘মিস ওয়ার্ল্ড’-এর আয়োজন করা হচ্ছে ভারতে।

এবারের আসরের জন্য ভারতকে বেছে নেওয়ার কারণ জানিয়েছে মিস ওয়ার্ল্ডের সিইও জুলিয়া মোর্লে। তিনি বলেন, মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরের জন্য আয়োজক দেশ হিসেবে ভারতের নাম ঘোষণা করছি। দেশটির ঐতিহ্য ও বৈচিত্র্যেময় সংস্কৃতি, বিশ্বমানের আকর্ষণীয় ও সুন্দর স্থান এবং নারীদের ক্ষমতায়নে দেশটির উদ্যোগের কারণে এবার ভারতকে বেছে নেওয়া হয়েছে।

১৯৬৬ সালে প্রথম ভারতীয় হিসেবে ‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট উঠেছিল রীতা ফারিয়ার মাথায়। শুধু ভারতীয় নন, প্রথম এশিয়ান হয়ে এই পুরস্কার জিতেছিলেন তিনি। এরপর একে একে ভারতের ঐশ্বরিয়া রাই, ডায়ানা হেডেন, ইয়োকতা মুখে, প্রিয়াঙ্কা চোপড়া, মানুষি ছিল্লারের মাথায় এই মুকুট ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here