২৫ বছরের ছোট রুশ মডেলের প্রেমে টম ক্রুজ

0

ফের প্রেমে পড়েছেন জনপ্রিয় হলিউড অভিনেতা টম ক্রুজ। ৬১ বছর বয়সী এই তারকার নতুন প্রেমিকা প্রায় ২৫ বছরের ছোট, তিনি রাশিয়ান মডেল এলসিনা খায়রোভা। খবর ডেইলি মেইলের।

গণমাধ্যমটি জানিয়েছে, টম ক্রুজের বন্ধুদের ভাষ্যমতে- এলসিনা খায়রোভার লন্ডনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন অভিনেতা। ৩৬ বছর বয়সী খায়রোভার প্রতি টম ক্রুজের ভালোবাসার কথা অভিনেতার কাছের মানুষদের সকলেরই জানা।

এমনিতে সচরাচর প্রকাশ্যে আসেন না টম এবং এলসিনা। জনসমক্ষে তাদের শেষ বার দেখা গিয়েছে লন্ডনের মেফেয়ারের পার্টিতে। তার পর আর সেভাবে এক ফ্রেমে ধরা দেননি তারা। তৃতীয় স্ত্রী কেটি হোমসের সঙ্গে বিচ্ছেদের পর ফের প্রেমের সম্পর্কে জড়ালেন টম।

অন্য দিকে, ধনকুবের স্বামী ডিমিট্রি সেটকোভের সঙ্গে ২০২২ সালে বিবাহবিচ্ছেদ হয় দুই সন্তানের মা এলসিনার। তারপর থেকে একাই ছিলেন তিনি। উল্লেখ্য, এলসিনা খায়রোভা একজন বিশিষ্ট রাশিয়ান এমপির কন্যা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here