বকেয়া ২৪ হাজার ডলারের ভাড়া আদায় করতে গিয়ে খুন হয়েছেন বিল্ডিং সুপারভাইজার। তার নাম হোযে পলিটো (৪৫)। তাকে হত্যা করেছেন অ্যাপার্টমেন্টের বাসিন্দা স্যান্ড্রা কটো নাভারো (৪৮)। স্যান্ড্রাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটির কুইন্সের কিউ গার্ডেন হিলস এলাকার বহুতল একটি অ্যাপার্টমেন্ট ভবনের ম্যানেজার পলিটোকে মঙ্গলবার হত্যা করা হয়। এরপর বিছানার নিচে গার্বেজ ব্যাগে ভরে রাখা হয়। পরদিন বিকালে পুলিশ লাশটি উদ্ধার করলেও তাৎক্ষণিকভাবে নাম প্রকাশ করেনি। মালিকের নির্দেশে ওই অ্যাপার্টমেন্টে বকেয়া ভাড়ার তাগিদ দিতে গিয়ে ভাড়াটিয়া কর্তৃক নৃশংসভাবে খুন হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সর্বত্র।
পুলিশ জানায়, ভাড়াটিয়া নারী বিল্ডিং ম্যানেজারকে খুনের সময় তার স্বামী বাসায় ছিলেন না। এজন্য তাকে (স্বামীকে) জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। স্যান্ড্রা কটোর বিরুদ্ধে হত্যার অভিযোগসহ হত্যাকাণ্ডের তথ্য-উপাত্ত নষ্ট করা ও মরণাস্ত্র রাখার কথাও উল্লেখ করা হয়েছে দায়েরকৃত মামলায়।
নৃশংসতার শিকার বিল্ডিং ম্যানেজারের স্ত্রী বৃহস্পতিবার হাড় কাঁপানো শীতের মধ্যেই ঘটনাস্থলে এসে প্রচণ্ড ক্ষোভ দেখিয়ে গ্রেফতারকৃত স্যান্ড্রাকে বলেন, ‘দায়িত্ব পালন করতে যাওয়া মানুষটিকে এভাবে হত্যা করে কী ফায়দা পেলেন? এটা কী কোনো সুস্থ মানুষের কাজ? তিনি সব সময়ই মানুষের উপকার করেছেন। কখনো কারো সাথে কটু কথা বলেননি।’
এরপর নিকটস্থ ১০৭ নম্বর প্রেসিঙ্কটে গিয়েও গ্রেফতারকৃত মহিলাকে তিরস্কার করেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ম্যানেজারের মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। ঘাড়েও ছুরিকাঘাতের ক্ষত এবং হাঁটুর নিচেও কাটা দাগ রয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যায়নি। জানা গেছে, খুন হওয়া ব্যক্তিটি প্রায় ৩০ বছর যাবত এই বিল্ডিংয়ের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কখনো কারো সাথে তিনি ঝগড়া-বিবাদে লিপ্ত হননি বলে অন্য ভাড়াটিয়ারা জানিয়েছে
বিডিপ্রতিদিন/কবিরুল