লিটন কুমার দাস জ্বরের ঘোর কাটিয়ে এশিয়া কাপের দলের সাথে যোগ দিয়েছেন। নিয়মিত এই ওপেনার চলতি এশিয়া কাপে দু’টি ম্যাচেই খেলেছেন তিন নম্বর পশিজনে। নাজমুল হোসেন শান্তর জায়গায় খেলতে নেমে নিজেকেেই যেন খুঁজে ফিরছেন লিটন। অবশ্য নিজেকে হারিয়ে খোঁজার এই লড়াইটা লিটনের চলছে পুরো ২০২৩ সাল জুড়ে।
অফফর্মের ঘোর কাটিয়ে উঠতে পারছেন না লিটন। এই উইকেট কিপার ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচেও ফিরেছেন ২৪ বলে ১৫ রান করে। দলের বিপর্যয়ের মুখে হাল ধরার পরিবর্তে লিটন যেন বিপদটাই আরো একটু বাড়ালেন।
বাঁচা মরার ম্যাচে আজ ২৫৮ রানের লক্ষ্য টপকাতে হবে টাইগারদের। তবে সেই মিশনে শত রানের ঘর পেরোনোর আগেই অনেকটা ছন্নছাড়া হয়ে গেছে টিম টাইগার্স। নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের পর লিটন দাস একরকম অসহায় আত্মসমর্পণ করেছেন লঙ্কান বোলারদের কাছে।