২৪ দিনে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

0

চলতি বছরের মার্চের ২৪ দিনে প্রবাসীরা দেশে ১৫৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। টাকার অংকে (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে) ১৭ হাজার ৯৩ কোটি ৩৬ লাখ টাকা।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় এসেছিল ১৫৬ কোটি ১৩ লাখ ডলার। আগের বছর ২০২২ সালের মার্চ মাসে প্রবাসী আয় এসেছিল ১৮৫ কোটি ৯৭ লাখ ডলার। সোমবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ প্রতিবেদন প্রকাশ করে।  

প্রসঙ্গত, রোজা সামনে করে দেশে পরিবার-পরিজনের খরচের জন্য প্রবাসীরা বেশি টাকা পাঠান। রোজার শেষের দিকে প্রবাসী আয় প্রবাহ আরও বাড়বে। প্রতিবছরই এ সময়ে প্রবাসী আয় বাড়ে। দুই ঈদেই প্রবাসী আয় ঊর্ধ্বমুখী থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here