২৪৬ রানে থামল টাইগাররা

0

আয়ারল্যান্ডকে ২৪৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ২৪৬ রান তোলে টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেছে মুশফিকুর রহিম।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। প্রথম ওভারের চতুর্থ বলে দুর্দান্ত এক ইয়র্কারে লিটনকে (০) শিকার করেন জশ লিটল। দ্বিতীয় উইকেট পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি আইরিশদের। ইনিংসের তৃতীয় ওভারে কেবলই খোলস ছেড়ে বেরিয়েছিলেন তামিম। মার্ক অ্যাডায়ারের করা চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার হাঁকান তিনি। কিন্তু এর পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আসেন তামিম। ১৯ বলে ২ চারে ১৪ রানেই ফিরতে হয় বাংলাদেশ অধিনায়ককে।

ষষ্ঠ উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি বাঁধেন মুশফিক। চাপ সামাল দিয়ে ৬৫ রান যোগ করেন দুজনে মিলে। আগ্রাসী ব্যাটিংয়ে ভালো শুরু পেলেও সুইপ করতে গিয়ে বিপদ ডেকে আনেন মিরাজ। ডিপ স্কয়ার লেগে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দেওয়ার আগে ৩৪ বলে ৪ চারে ২৭ রান করেন তিনি।

তবে তাইজুলকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের ৪৪তম ফিফটি তুলে নেন মুশফিক। ক্যাচ আউট হয়ে ফেরার আগে এই ব্যাটার ৬ চারে ৭০ বলে করেছেন ৬১ রান। শেষদিকে তাইজুল ইসলাম ৩৬ বলে ১৪ ও শরিফুল ইসলাম ১৫ বলে ১৬ রান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here