রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে শুরু হয়েছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের ২৪৬টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।
উৎসবের চলচ্চিত্রগুলো শুধু ঢাকাতেই নয়, বরং কক্সবাজারের লাবণী সৈকতেও প্রদর্শিত হবে। ঢাকায় প্রদর্শনীর স্থানগুলো হলো আলিয়ঁস ফ্রঁসেজ দ্য, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, থ্রিডি আর্ট গ্যালারী এবং ভিনটেজ কনভেনশন হল। এবারের আয়োজন চতুর্বিংশ ঢাকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শিওপেং এবং ক্রোয়েশিয়ান যুক্তরাজ্যভিত্তিক চলচ্চিত্র নির্মাতা আলেকজান্দ্রা মারকোভিচ। স্বাগত বক্তব্য দেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।
উদ্বোধনী ভাষণে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘চলচ্চিত্র বিশ্বব্যাপী চাপ, হতাশা ও সামাজিক উত্তেজনার মতো বিষয় মোকাবিলায় সাংস্কৃতিকভাবে মানুষকে যুক্ত করে এবং মূল্যবোধ, জ্ঞান ও সংস্কৃতি ভাগাভাগি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ তিনি কক্সবাজারে আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্লাস্টিকজাতীয় পণ্য বর্জনের আহ্বান জানান। এছাড়া তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর এই চলচ্চিত্র উৎসব বিভাগীয় শহরগুলোতেও সম্প্রসারিত হবে।
চীনা দূতাবাসের লি শাওপেং এই আয়োজনকে চীনা চলচ্চিত্র সপ্তাহ হিসেবে উল্লেখ করেন এবং চলচ্চিত্রের মাধ্যমে সাংস্কৃতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শিত হয় চীনা পরিচালক চেন শিয়াং পরিচালিত ‘উ জিন ঝি লু’। এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় তুলে ধরতে জাতীয় জাদুঘরে চীনা চলচ্চিত্র বিষয়ক বিশেষ প্রদর্শনী কর্নারও উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় থিয়েটিক্যাল কোম্পানি ও জলতরঙ্গ এর বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে।
এবারের উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলো নিম্নলিখিত বিভাগে বিন্যস্ত: এশিয়ান ফিল্ম কম্পিটিশন, বাংলাদেশ প্যানোরামা, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, উইমেন ফিল্মমেকার, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস এবং চিলড্রেন ফিল্ম সেশন।
নয়দিনব্যাপী এই উৎেবের পর্দা নামবে ১৮ জানুয়ারি।

