২৩ গ্র্যান্ড স্ল্যাম জিতে যা বললেন জোকোভিচ

0

২৩ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ জানালেন, এই অর্জন তার নিজের কাছেই বিশ্বাস হচ্ছে না।

রোলাঁ গাঁরোয় রবিবার নরওয়ের কাসপের রুডকে হারিয়ে সবাইকে ছাড়িয়ে যান জোকোভিচ। রাফায়েল নাদালের ২২ গ্রান্ড স্ল্যাম টপকে পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি গড়েন ৩৬ বছর বয়সী জোকার। 

তরুণদের তিনি দিলেন বার্তা, ‘আমি মনে করি আমার নিজের ভাগ্য তৈরি করার ক্ষমতা আমার ছিল। আমি প্রত্যেক যুবককে বলতে চাই, যদি তুমি ভালো ভবিষ্যত চাও তাহলে নিজেই এটি তৈরি করতে পারো।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here