২২ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন রাখী

0

অনিমেষ গোস্বামী এক প্রকাশনা সংস্থার কর্নধার। অফিসে তার পরিচয় একজন ‘রাগী বস’ হিসাবে। কিন্ত বাড়িতে অনিমেষের ‘বস’ তার মা। একসময় ছেলের অফিসে একজন কর্মচারি হিসাবে যোগ দেন তার মা। উদ্দেশ্য ছেলের রাগী মেজাজে বদল আনা। মা সেই কাজে কতটা সফল হবেন সেই উত্তর অবশ্য এখন 

এমন গল্প নিয়ে প্রকাশ হয়েছে কলকাতার সিনেমা ‘আমার বস’ এর টিজার। সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী রাখী গুলজার। আর ছেলের চরিত্রটি করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই সিনেমা দিয়ে দীর্ঘ ২২ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন রাখী।

১৯৬৭ সালে ২০ বছর বয়সে অভিনয় শুরু করা রাখী গুলজার সিনেমার জগত থেকে অনেকটাই সরে যান আশির দশকের মাঝামাঝিতে। মাঝে ফিরেছিলেন প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষের সিনেমা ‘শুভ মহরৎ’ এবং গৌতম হালদারের ‘নির্বাণ’ দিয়ে। মাঝে আবার প্রায় হারিয়েই গিয়েছিলেন এই অভিনেত্রী। সিনেমা সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলোতেও তার দেখা পাওয়া যায় না। মুম্বাইয়ে নিজের গড়া ফার্ম হাউসে একাই থাকেন তিনি।

দীর্ঘ বিরতির পর কলকাতার পরিচালক জুটি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখার্জি তাদের ‘আমার বস’ সিনেমায় রাখীকে ফিরিয়ে আনছেন। গেল বছর সিনেমার শুটিং হয়েছে। গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। আগামী ৯ মে মুক্তি পাবে রাখীর ‘আমার বস’ সিনেমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here