২২ বছর পর চুরির টাকা ফেরত দিল আখাউড়ার যুবক

0

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০০৩ সালে পৌর শহরের রাধানগরের টিএন্ডটি সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়ি থেকে একটি পানি তোলার মোটর চুরি হয়। চোরেরা তখন মোটর বিক্রি করে দুই হাজার টাকা ভাগ করে নেয়।

২২ বছর পর এক চোর অনুশোচনা করে টাকা ফেরত দেয়।

বাড়ির মালিক মোঃ ইফরান মোর্শেদ জানান, মোটর চুরির সময় একজন ছেলে বিষয়টি দেখেছিল। চোর তাকে ভাগের আশ্বাসে চুপ করায়। গত শুক্রবার সড়ক বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পর চোর খতিব ও মালিকের এক ভাইয়ের কাছে ঘটনার কথা প্রকাশ করে।

নিজের অনুতাপ জানিয়ে চোর পরিত্রাণ চায়। খতিব তাকে মোটর বিক্রির টাকা মালিককে ফেরত দিতে বলেন। প্রথমে মালিক টাকা চাননি, পরে মসজিদের উন্নয়নের জন্য তা গ্রহণ করেন। টাকাটি মসজিদে দান করা হয়। মালিক জানান, চোর এখন আর ওই পথে নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here