কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত শিশু ছোয়াদ বিন আব্দুল্লাহকে (৬) কুমিল্লার লালমাই থানা এলাকা থেকে ২১ দিন পর উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় অপহরণ চক্রের মূলহোতা আনোয়ার সাদেকসহ বিভিন্ন সময়ে ১৭ জনকে গ্রেফতারসহ মুক্তিপণের ৪ লাখ টাকা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
শনিবার ( ৩০ মার্চ) রাতে কুমিল্লার লালমাই থানা এলাকা থেকে অপহৃত সোয়াদ বিন আব্দুল্লাহকে উদ্ধারের পরে অপহরণকারীদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মুহাম্মদ ওসমান গনি।
রবিবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে টেকনাফ মডেল থানার হল রুমে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল আহমেদ জানান, ৯ মার্চ দুপুর ১২ টার দিকে টেকনাফের হ্নীলা ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পানখালী এলাকা হতে আবু হুরায়রা মাদ্রাসার ১ম শ্রেণীর ছাত্র ছোয়াদ বিন আব্দুল্লাহকে অজ্ঞাতনামা ব্যক্তিরা অপহরণ করে।
তিনি আরো জানান ছোয়াদ বিন আব্দুল্লাহর মুক্তিপণের ৪ লাখ টাকাসহ অপহরণে ব্যবহৃত সিএনজি ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।