সিলেটের বিশ্বনাথে মোটরসাইকেল দুর্ঘটনায় নুরুল ইসলাম নাহিদ (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নাহিদ নিজেই মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে গ্রামের ভেতরের একটি রাস্তায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মাথা, মুখ ও চোখে গুরুতর আঘাত পান তিনি। মাথার খুলির একাধিক অংশ ফেটে যায় বলেও জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেটের আল-হারামাইন হাসপাতালে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।
নাহিদ বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের রামপাশা (উত্তরপাড়া) গ্রামের মাওলানা জয়নাল আবেদীনের ছেলে।
শোক প্রকাশ করে নাহিদের বাবা মাওলানা জয়নাল আবেদীন বলেন, ‘২০-২৫ বছর আগে আমার বড় ছেলেও মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়। আজ আরেক ছেলেকে হারালাম। এই শোক বহন করা খুব কঠিন।’

