২০৮ দিনে গাজার ৪৪৩ স্বাস্থ্য সুবিধায় হামলা ইসরায়েলের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। সে হিসেবে আজ বৃহস্পতিবার এই যুদ্ধ ২০৯তম অতিক্রম করছে। এরই মধ্যে ইহুদিবাদী সেনাদের হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে গোটা উপত্যকা। এই সময়ে গাজার স্বাস্থ্যসেবা সুবিধা বা চিকিৎসা কর্মীদের ওপর ইসরায়েলি বাহিনীর ৪৪৩টি আক্রমণ শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এসব হামলায় অন্তত ৭২৩ জন নিহত ও ৯২৪ জন আহত হয়েছে।

এসব হামলায় ১০১টি স্বাস্থ্যসেবা সুবিধা এবং ১০৬টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।

এতে বলা হয়, খান ইউনিসের নাসের হাসপাতাল-সহ কয়েকটি স্বাস্থ্য সুবিধার ক্ষতির পরিমাণ এখনও সংগ্রহ করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি বাহিনী এই হাসপাতালটি ঘেরাও করে এবং হামলা চালায়।

এর আগে গণমাধ্যমের খবর থেকে জানা যায়, ফিলিস্তিনি উদ্ধারকারীরা বেশ কয়েকটি গণকবর থেকে শিশু এবং হাসপাতালের রোগীসহ তিন শতাধিক মরদেহ উদ্ধার করেছে। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here