২০৭ রানে থামল বাংলাদেশ

0
২০৭ রানে থামল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ২০৭ রানে থামল বাংলাদেশ। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪৯.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে এই রান তোলে মেহেদী মিরাজের দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে স্বাগতিক বাংলাদেশ। দলীয় ৮ রানের মাথায় রোমারিও শেফার্ডের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরের পথ ধরেন সাইফ হাসান। আউট হওয়ার আগে ৬ বলে ৩ রান করেন।

এরপর সাইফের দেখানো পথ ধরেন দীর্ঘদিন পর দলে ফেরা সৌম্য সরকার। তিনি রস্টোন চেসের বলে ক্যাচআউট হওয়ার আগে করেন ৬ বলে ৪ রান। ফলে দলীয় ৮ রানের মাথায় ২ উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খেয়েছে মিরাজবাহিনী।

তবে সে ধাক্কা কাটিয়ে উঠতে মাঠে নেমে ধীরস্থির ব্যাট করেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। শান্ত ৩২ ও হৃদয় ৫১ রানে আউট হন। পরে মাহিদুল ইসলাম অঙ্কন ম্যাচটি বের করার চেষ্টা করলেও ৪৬ রানে সাজঘরে ফেরেন। শেষদিকে রিশাদ হোসেনের ১৩ বলের ২৬ রানের ঝড়ো ইনিংসে রান দুইশো অতিক্রম করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here