২০৩৫ সাল পর্যন্ত চলতে পারে ইউক্রেন যুদ্ধ: জেলেনস্কির সাবেক সহকারী

0

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ এক দশকের বেশি সময় চলতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা অ্যালেক্সি অ্যারিস্টোভিচ। তিনি আশঙ্কা করেন, দুই দেশের মধ্যকার দ্বন্দ্ব খুব শিগগিরি নিরসন হবে না।

অ্যারিস্টোভিচ বলেন, এই সংঘাত ২০৩৫ সাল পর্যন্ত চলবে- এটি নিশ্চিত। 

গত ১৭ সেপ্টেম্বর একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অ্যারিস্টোভিচ।  

প্রেসিডেন্ট জেলেনস্কির সাবেক এই উপদেষ্টা আরো বলেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার অচলাবস্থা শুধু সামরিক ক্ষেত্রে বিরাজমান থাকবে তাই নয়, তা কূটনৈতিক পর্যায় পর্যন্ত বিস্তৃত হতে পারে।

তিনি বলেন, দু দেশের মধ্যে হয়ত যুদ্ধবিরতি হতে পারে কিন্তু পরবর্তীতে দু দেশের মধ্যকার দ্বন্দ্ব কূটনৈতিক, গোয়েন্দা, অর্থনৈতিক ও তথ্য জগতে ছড়িয়ে পড়তে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্টের সাবেক এই উপদেষ্টা আরো বলেন, ইউক্রেনের উচিত ইসরায়েলের উদাহরণ অনুসরণ করা। যেকোনো সময় সীমান্ত সংঘাত শুরু হতে পারে, তা মোকাবেলার জন্য ইউক্রেনের সবসময়ের প্রস্তুতি থাকতে হবে। সূত্র: আরটি, আইরিশ সান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here