আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, ২০২৮ সালে বিশ্বের সর্বোচ্চ অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে অতিক্রম করবে চীন। এই ভবিষ্যদ্বাণীতে ইঙ্গিত দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে ক্রয় ক্ষমতার বিচারে বিশ্বের সর্বোচ্চ ছয় জিডিপির দেশের মধ্যে চারটিই হবে এশিয়ার।
আন্তর্জাতিক আর্থিক এই প্রতিষ্ঠান (আইএমএফ) বলছে, ১৯৯০ এর দশক থেকে চীন এবং ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি সুস্পষ্ট হয়েছে। সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়া বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির দেশে প্রবেশ করেছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশটি বিশ্বের সর্বোচ্চ অর্থনীতির ৬ষ্ঠ নম্বরে চলে আসবে।
২০২৮ সালের শীর্ষ অর্থনীতির ১০ দেশ হবে যেগুলো
ক্রয়ক্ষমতার মানদণ্ড তথা জিডিপির ভিত্তিতে আগামী পাঁচ বছরের মধ্যে যে দেশগুলো শীর্ষ ১০- এ থাকবে সেগুলো হলো– চীন, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, জার্মানি, ইন্দোনেশিয়া, রাশিয়া, ব্রাজিল, ফ্রান্স এবং যুক্তরাজ্য।
আইএমএফের ডাটা অনুসারে, ৬টি শীর্ষ দেশের মধ্যে চারটিই হবে এশিয়ার। সেগুলো হলো- চীন, ভারত, জাপান এবং ইন্দোনেশিয়া।
১৯৯২ সালে বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির দেশ ছিল যথাক্রমে– যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, রাশিয়া, চীন, ইতালি, ফ্রান্স, ভারত, ব্রাজিল এবং যুক্তরাজ্য। ২০১০ সালে শীর্ষ ১০ অর্থনীতির দেশ ছিল যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, জার্মানি, রাশিয়া, ব্রাজিল, ফ্রান্স, যুক্তরাজ্য এবং ইতালি। সূত্র: এএসডটকম