২০২৮ সালে নিজস্ব ইঞ্জিনে উড়বে তুরস্কের যুদ্ধবিমান

0

তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিগুলো মনে করে বিদেশি দেশগুলোর কাছে তুর্কি বিমানের ব্যাপক চাহিদা রয়েছে। তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই) এর জেনারেল ম্যানেজার বলেন, তুরস্কের নিজেদের তৈরি যুদ্ধবিমান ‘কান’ ২০২৮ সালে তুর্কি ইঞ্জিনের সাথে উড়ানোর পরিকল্পনা রয়েছে।

১৬ তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় (আইডিইএফ) টিআইএ পরিচালক তেমেল কোটিল বলেন, ‘কান’ বর্তমানে এফ-১১০ ইঞ্জিনের সাথে উড়ছে এবং কানের উন্নয়নে গবেষণা অব্যাহত রয়েছে। 

অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের পরিচালক বলেন, বিমান ও যুদ্ধ হেলিকপ্টার অ্যাটাক-২ এর প্রতি বিদেশি দেশগুলোর আগ্রহ, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর আগ্রহ প্রত্যাশার চেয়ে অনেক বেশি। টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টার এবং কমব্যাট ড্রোন ‘আকসুঙ্গুরের’ বৈদেশিক চাহিদাও ভালো ছিল বলে দাবি করেন তেমেল কোটিল। সূত্র: আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here