২০২৬ সালে আবারও সংঘাতে জড়াতে পারে ভারত-পাকিস্তান: মার্কিন রিপোর্ট

0
২০২৬ সালে আবারও সংঘাতে জড়াতে পারে ভারত-পাকিস্তান: মার্কিন রিপোর্ট

আগামী বছর (২০২৬ সালে) আবারও সংঘাতে জড়াতে পারে ভারত ও পাকিস্তান- এমনটাই পূর্বাভাস দিয়েছে মার্কিন পররাষ্ট্রনীতি সংক্রান্ত পর্যবেক্ষণকারী সংস্থা (থিঙ্ক ট্যাঙ্ক) ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’ (সিএফআর)-এর। 

তাদের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে ২০২৬ সালে আবারও সংঘর্ষ হতে পারে।

‘কনফ্লিক্টস টু ওয়াচ ইন ২০২৬’ শীর্ষক ওই রিপোর্টে বলা হয়েছে, কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার জেরে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের সংঘাতে জড়িয়ে পড়ার ‘মাঝারি সম্ভাবনা’ রয়েছে। 

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত পেহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছিলেন ২৬ জন। এ ঘটনায় ভারত পাকিস্তানকে অভিযুক্ত করে ‘অপারেশন সিঁদুর’নামে অভিযান চালায়। পাকিস্তানও কঠোর জবাব দেয়। টানা চার দিন ধরে সীমান্ত সংঘর্ষ এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তানি বাহিনী। পরে ১০ মে দু’দেশের সংঘর্ষবিরতি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তার মধ্যস্থতাতেই নয়াদিল্লি এবং ইসলামাবাদের সংঘর্ষবিরতি হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে, জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here