২০২৬ সালের হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক অব্যাহতি

0
২০২৬ সালের হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক অব্যাহতি

২০২৬ সালের হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। হজের মোট ব্যয় কমানো এবং সাধারণ মানুষের পবিত্র হজ পালনের সুযোগ আরও সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) এনবিআর এ–সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর আগে, রবিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এনবিআর জানিয়েছে, ২০২৫ সালের মতোই ২০২৬ সালের হজ মৌসুমে সৌদি আরবগামী যাত্রীদের বিমান ভাড়ার ওপর প্রযোজ্য আবগারি শুল্ক মওকুফ করা হয়েছে। এই সিদ্ধান্তে হজযাত্রীরা যাওয়া–আসার টিকিট মিলিয়ে প্রায় ৫ হাজার টাকা খরচ সাশ্রয় করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here