২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল যারা

0
২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল যারা

২০২৬ বিশ্বকাপের মূল পর্বে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন মহাদেশ থেকে মোট ৩০টি দল নিশ্চিত হয়েছে। ইউরোপ, দক্ষিণ আমেরিকা, এশিয়া, আফ্রিকা, উত্তর–মধ্য আমেরিকা এবং ওশেনিয়া মিলিয়ে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে ৪৮ দলের এই প্রতিযোগিতা।

ইউরোপ (৩ দল)

ফ্রান্স, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া গ্রুপের শীর্ষে থেকে নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট।

দক্ষিণ আমেরিকা (৬ দল)

আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে দুর্দান্ত পারফরম্যান্সে জায়গা করে নিয়েছে মূল পর্বে।

উত্তর ও মধ্য আমেরিকা (২ দল)

আয়োজক যুক্তরাষ্ট্র ছাড়াও বাছাইপর্ব পেরিয়ে মেক্সিকো জায়গা নিশ্চিত করেছে।

আফ্রিকা (৯ দল)

আলজেরিয়া, মরক্কো, আইভরি কোস্ট, ঘানা, মিসর, সেনেগাল, তিউনিসিয়া, কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকা খেলবে বিশ্বমঞ্চে।

এশিয়া (৭ দল)

জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, কাতার ও উজবেকিস্তান নিশ্চিত করেছে বিশ্বকাপ যাত্রা।

ওশেনিয়া (১ দল)

নিউজিল্যান্ড অঞ্চলটির প্রতিনিধিত্ব করবে টুর্নামেন্টে।

মোট ৪৮ দলের আসরে এখনও কয়েকটি স্থান খালি রয়েছে। বাকি দলগুলো নির্ধারিত হবে শেষ দিকের বাছাইপর্ব ও আন্তমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here