গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই ২০২৫ সালকে প্রতিষ্ঠানের জন্য ‘পরিবর্তনের বছর’ হিসেবে উল্লেখ করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত পরিবর্তন ও বৈশ্বিক নিয়ন্ত্রক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তিনি কর্মীদের উদ্যমী ও উদ্ভাবনী হওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি এক কৌশলগত বৈঠকে সুন্দর পিচাই বলেন, ২০২৫ সাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হবে প্রযুক্তির সুফল কাজে লাগিয়ে ব্যবহারকারীদের বাস্তব সমস্যার কার্যকর সমাধান নিশ্চিত করা।
গুগল তাদের নতুন এআই মডেল জেমিনি নিয়ে বড় পরিকল্পনা হাতে নিয়েছে। এই মডেলকে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে চায় গুগল। পিচাই বলেন, ২০২৫ সালে জেমিনির বিস্তৃতি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এটি এমন একটি পণ্য, যা ৫০ কোটিরও বেশি ব্যবহারকারী অর্জনের ক্ষমতা রাখে।
গুগলের এই পরিকল্পনার পেছনে রয়েছে ওপেনএআই ও পারপ্লেক্সিটির মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতা। ওপেনএআই তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন চালুর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, পারপ্লেক্সিটি সম্প্রতি ৯০০ কোটি ডলারের মূল্যায়নে ৫০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে।
গুগলের পিছিয়ে পড়ার বিষয়টি স্বীকার করলেও সুন্দর পিচাই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, সব সময় প্রথম হওয়া জরুরি নয়। বরং ভালোভাবে কাজ করে শ্রেষ্ঠ মানের পণ্য তৈরি করাই গুরুত্বপূর্ণ।
গুগল বর্তমানে বড় ধরনের নিয়ন্ত্রক চ্যালেঞ্জের মুখে। যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে সার্চ মার্কেট মনোপলির অভিযোগে মামলা চলছে। একই সঙ্গে ক্রোম ব্রাউজার ও বিজ্ঞাপন প্রযুক্তি নিয়ে তদন্তও চলছে। এ প্রসঙ্গে পিচাই বলেন, আমাদের আকার ও সাফল্যের কারণে বৈশ্বিক নজরদারির আওতায় থাকা আমাদের জন্য নতুন কিছু নয়।
গুগলের শুরুর দিনগুলোর ‘সৃজনশীল এবং কৃচ্ছ্রসাধন’ মনোভাব ফিরে পাওয়ার ওপর জোর দিয়েছেন পিচাই। তিনি বলেন, অল্প সম্পদ দিয়েই সৃষ্টিশীলতার উন্মেষ ঘটানো সম্ভব। সব সমস্যার সমাধান কর্মীর সংখ্যা বাড়িয়ে হয় না। দক্ষতা ও উদ্ভাবন ক্ষমতার ওপরই নির্ভর করতে হবে।
গুগল সম্প্রতি ব্যয় সাশ্রয় ও কর্মীর সংখ্যা হ্রাসের উদ্যোগ নিয়েছে, যা প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি কৌশলের অংশ। পিচাই কর্মীদের দক্ষতা ও উদ্ভাবনশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত, সীমিত সম্পদ দিয়েই সর্বোচ্চ ফলাফল অর্জন করা।
২০২৫ সাল গুগলের জন্য শুধুই চ্যালেঞ্জ নয়, বরং একটি নতুন অধ্যায় শুরু করার সুযোগও বটে।
বিডিপ্রতিদিন/কবিরুল