২০২৫ সালে বিশ্বজুড়ে মানুষের অনলাইন অনুসন্ধানের কেন্দ্রবিন্দুতে ছিলেন রাজনীতি, প্রযুক্তি এবং বিনোদন জগতের একঝাঁক আলোচিত ব্যক্তিত্ব। ডাটা বিশ্লেষণ করে প্লেয়ার্স টাইম জানিয়েছে, এ বছর ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এমন ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতি মাসে গড়ে প্রায় ১ কোটি ৬০ লাখ বার তাকে গুগলে সার্চ করা হয়েছে। ট্রাম্পের ঠিক পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রযুক্তি বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব ইলন মাস্ক, যার মাসিক সার্চ সংখ্যা ছিল ১ কোটি ১০ লাখের কাছাকাছি। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, বিশ্বজুড়ে জনমত গঠনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বদের প্রভাব এখনো অপ্রতিদ্বন্দ্বী।
বিনোদন জগত বিশেষ করে সংগীত শিল্প এবারের তালিকার একটি বড় অংশ দখল করে নিয়েছে। শীর্ষ ১০ জন ব্যক্তিত্বের মধ্যে অর্ধেকই সংগীত জগতের। এই তালিকায় টেলর সুইফট, সাবরিনা কার্পেন্টার এবং রোমিও সান্তোসের মতো তারকারা যেমন রয়েছেন, তেমনি এখনো মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন প্রয়াত এক্সএক্সএক্সটেনটাসিওন। মূলত স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর প্রসার এবং বিশাল ভক্তগোষ্ঠীর কারণে বিশ্বজুড়ে সংগীতশিল্পীদের জনপ্রিয়তা অন্য যেকোনো খাতের তুলনায় অনেক বেশি স্থিতিশীল।
অন্যদিকে চলচ্চিত্র ও টেলিভিশন জগতের তারকারাও সামগ্রিক তালিকায় উল্লেখযোগ্য স্থান দখল করে আছেন, যার পেছনে বড় ভূমিকা রেখেছে বৈশ্বিক ওটিটি প্ল্যাটফর্মগুলোর প্রচারণা।
ক্রীড়া ক্ষেত্রে শীর্ষ তালিকায় খুব বেশি পরিবর্তন না আসলেও ফুটবলারদের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ক্রিস্টিয়ানো রোনালদো বরাবরের মতোই সবচেয়ে বেশি সার্চ করা অ্যাথলেটদের একজন হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। তবে এবারের বড় চমক ছিল স্প্যানিশ তরুণ ফুটবলার লামিন ইয়ামাল, যিনি প্রথমবারের মতো শীর্ষ দশের তালিকায় জায়গা করে নিয়েছেন। এছাড়া ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পোপ ফ্রান্সিস এবং বিভিন্ন আলোচিত অপরাধমূলক মামলার সঙ্গে জড়িত ব্যক্তিরাও বছরজুড়ে ইন্টারনেটে প্রচুর খোঁজা হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, দীর্ঘমেয়াদী জনপ্রিয়তার চেয়ে ব্রেকিং নিউজ বা সাময়িক চাঞ্চল্যকর ঘটনাগুলোই সার্চ ভলিউম বাড়াতে বেশি ভূমিকা রেখেছে।
ভৌগোলিক দিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায়, বিশ্বের সবচেয়ে বেশি খোঁজা ১০০ জন ব্যক্তির তালিকায় যুক্তরাষ্ট্রের প্রাধান্য সবচেয়ে বেশি। তালিকার শীর্ষ ১০ জনের মধ্যে ৬ জনই আমেরিকান। তবে দেশভেদে সার্চের ধরনে ভিন্নতা দেখা গেছে। যেমন স্পেনে টেনিস খেলোয়াড়রা জনপ্রিয়তার শীর্ষে থাকলেও ব্রাজিলে মানুষ সবচেয়ে বেশি খুঁজেছে ফুটবলারদের। আবার জার্মানি বা দক্ষিণ কোরিয়ার মতো দেশে রাজনৈতিক নেতারাই ছিলেন সবচেয়ে আলোচিত।
সূত্র: গালফ নিউজ

