পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) মোট দেশজ উপাদানের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ১.৮১ শতাংশ।
সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বর্তমানে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের ত্রৈমাসিক জিডিপির হিসাব প্রাক্কলন করা হয়েছে। প্রাক্কলিত হিসাব অনুযায়ী, এ অর্থবছরের প্রথম কোয়ার্টারের হিসাব অনুযায়ী— চলতি মূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে ১২ হাজার ৬৬৬ বিলিয়ন টাকায়। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম কোয়ার্টারে যা ছিল ১১ হাজার ৭০৩ বিলিয়ন টাকা।
আর ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১.৮১ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬.০৪ শতাংশ। প্রবৃদ্ধি ৪.২৩ শতাংশ কমেছে।
বিবিএস আরও জানায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ১.১৬ শতাংশ। গত অর্থবছরের প্রথম কোয়ার্টারে যা ছিল ০.৩৫ শতাংশ।
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থিরমূল্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ১.৫৪ শতাংশ, যা গত অর্থবছরের প্রথম কোয়ার্টারে ছিল ৫.০৭ শতাংশ।
আর চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্পখাতের ২.১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বিবিএস।