২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ১.৮১ শতাংশ

0

পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) মোট দেশজ উপাদানের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ১.৮১ শতাংশ।

সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বর্তমানে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের ত্রৈমাসিক জিডিপির হিসাব প্রাক্কলন করা হয়েছে। প্রাক্কলিত হিসাব অনুযায়ী, এ অর্থবছরের প্রথম কোয়ার্টারের হিসাব অনুযায়ী— চলতি মূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে ১২ হাজার ৬৬৬ বিলিয়ন টাকায়। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম কোয়ার্টারে যা ছিল ১১ হাজার ৭০৩ বিলিয়ন টাকা।

আর ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১.৮১ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬.০৪ শতাংশ। প্রবৃদ্ধি ৪.২৩ শতাংশ কমেছে।

বিবিএস আরও জানায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ১.১৬ শতাংশ। গত অর্থবছরের প্রথম কোয়ার্টারে  যা ছিল ০.৩৫ শতাংশ।

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থিরমূল্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ১.৫৪ শতাংশ, যা গত অর্থবছরের প্রথম কোয়ার্টারে ছিল ৫.০৭ শতাংশ।

আর চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্পখাতের ২.১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বিবিএস। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here