২০২৪ সালে কত টেস্ট খেলবে বাংলাদেশ?

0

২০২৩ সাল টেস্ট ক্রিকেটের বিবেচনায় বেশ ইতিবাচক এক বছর পার করেছে টাইগার ক্রিকেট। তিন সিরিজ খেলে হারতে হয়নি কোনোটিতেই। ৪ টেস্টের মধ্যে জয় এসেছে ৩টিতেই। হারতে হয়েছে এক ম্যাচে। টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটাও নেহাত মন্দ হয়নি টাইগারদের। নতুন বছরে তাদের জন্য অপেক্ষা করছে আরও ১৪ টেস্ট। 

নিজেদের ক্রিকেট ইতিহাসে এর আগে কখনোই এক বছরে এতগুলো টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ। ২০২৪ সালে বাংলাদেশের চেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলবে শুধু ইংল্যান্ড (১৭) ও ভারত (১৫)।  

জুনে বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যাবে টাইগাররা।  জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ২টি টেস্ট আছে। সেটিও টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ থাকছে না। সেই সিরিজে সাদা বলের ক্রিকেটও খেলবে তারা। এরপর পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। আগস্টে সেখানে ২টি টেস্ট খেলবে বাংলাদেশ দল। এরপর ভারত সফরে আছে ২টি টেস্ট। 

এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২ ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করবে দক্ষিণ আফ্রিকা। এরপর বাংলাদেশ দল যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। নভেম্বর-ডিসেম্বরে সেখানে ২ টেস্ট থাকবে টাইগারদের সামনে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here