২০২৩ সালে যে অ্যাপ সবচেয়ে বেশি ডিলিট হয়েছে

0

আর মাত্র কয়েকদিন, তারপরই নতুন বছর। ২০২৩ পেরিয়ে ২০২৪। কোন অ্যাপ কত ডাউনলোড হচ্ছে, এই হিসাব অনেকেই রাখেন। বিশেষত, অ্যাপ প্রস্তুতকারক সংস্থাগুলো। কিন্তু সবচেয়ে বেশি ডিলিট হওয়া অ্যাপ নিয়েও উৎসাহ রয়েছে। সেই হিসাব থেকেই বোঝা যায়, জনপ্রিয়তা নিরিখে কে এগিয়ে আর কে পিছিয়ে!

২০২৩ সালে কোন অ্যাপটি সবচেয়ে বেশি ডিলিট হয়েছে, তা জানলে আপনার চোখ কপালে উঠবে। একটি সোশ্যাল মিডিয়া অ্যাপই বেশি ডিলিট হয়েছে।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে কি মানুষের এই অ্যাপের প্রতি মোহ হারিয়ে ফেললেন? রিল, ছবি ইত্যাদি নানান কিছু ইনস্টাতে পোস্ট করে থাকেন ব্যবহারকারীরা। তাহলে এই অ্যাপ এত ডিলিট হলো কেন? সেই প্রশ্নের উত্তর মেলেনি।

বিশ্বের মোট জনসংখ্যার ৫৯.৯ শতাংশ মানুষই সোশ্যাল মিডিয়ায় রয়েছেন। প্রায় প্রত্যেকেই একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করেন। হিসেব বলছে, গড়ে দিনে ২ ঘণ্টা ২৪ মিনিট করে এইসব অ্যাপে সময় কাটান মানুষ।

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি টেক ফার্ম টিআরজি ডেটাসেন্টারের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে প্রতি মাসে বিশ্বব্যাপী ১০ লাখের বেশি মানুষ সার্চ করেছেন কীভাবে ইনস্টাগ্রাম অ্যাপ ডিলিট করতে হয়। ধরে নেওয়াই যায়, ইনস্টাগ্রাম অ্যাপ মুছে ফেলতে আগ্রহ বেড়েছে মানুষের।

এই মার্কিন সংস্থাটি ৯টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপের ওপর গবেষণা চালিয়েছে। সেই অ্যাপগুলোর মধ্যে কোনো অ্যাপ মানুষ ডিলিট করার জন্য গুগল বা ওই জাতীয় সাইটে বেশি সার্চ করেছেন, তার পরিসংখ্যান বের করেছেন। সেই ভিত্তিতেই রিপোর্ট তৈরি করা হয়েছে।

শুধু ইনস্টাগ্রাম নয়, স্ন্যাপচ্যাট, টুইটার, টেলিগ্রাম ইত্যাদি অ্যাপেরও জনপ্রিয়তা কমেছে বলে দাবি করা হয়েছে। মেটার থ্রেডস অ্যাপেরও জনপ্রিয়তা কমেছে উল্লেখযোগ্যভাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here