২০০ কোটি পারিশ্রমিক পেলেন এই খলনায়ক?

0

ভারতীয় সিনেমায় প্রথম সারির নায়কেরা প্রায়শই ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেন। যদিও ২০০ কোটির অঙ্ক ছুঁতে পেরেছেন হাতে গোনা কয়েকজন। তবে ভিলেন হয়ে নায়কের থেকেও বেশি পারিশ্রমিক নেওয়ার ঘটনা বেশ কম। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন নজির আগে দেখা যায়নি। কিন্তু এবার সেই অসম্ভবকে সম্ভব করলেন কন্নড় সুপারস্টার যশ।

‘কেজিএফ’ সিরিজের মাধ্যমে সারা ভারতে জনপ্রিয়তা অর্জন করা যশ সম্প্রতি নীতীশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি যশ সহ-প্রযোজকের ভূমিকায় রয়েছেন, আর সেই কারণেই অভিনয়ের পারিশ্রমিক এবং ডিস্ট্রিবিউশন শেয়ারের মাধ্যমে তিনি আয় করেছেন ২০০ কোটি রুপিরও বেশি।

এই পরিসংখ্যানে যশ পেছনে ফেলে দিয়েছেন অনেক প্রথম সারির তারকাকে। উদাহরণস্বরূপ, বর্ষীয়ান অভিনেতা কমল হাসান সাম্প্রতিক সময়ে ক্যামিও চরিত্রে অভিনয় করে ২৫-৪০ কোটি টাকা আয় করেছেন। শাহরুখ খান, যিনি জওয়ানের জন্য ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন, তিনিও অতীতে বেশিরভাগ সিনেমার জন্য ১৫০ কোটির আশেপাশে পারিশ্রমিক নিয়েছেন। সালমান খান এবং আমির খানও বিগত কয়েক বছরে তাদের সেরা ছবিগুলোর জন্য ১৫০ কোটি রুপির বেশি পাননি।  

এমনকি দক্ষিণী সুপারস্টারদের মধ্যে প্রভাস, যিনি ১২০-১৫০ কোটির পারিশ্রমিক নেন, তিনিও এখনো ২০০ কোটির মাইলফলক ছুঁতে পারেননি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here