প্রতিবছরের মতো এবারও জাতীয় কবিতা উৎসবের আয়োজন করছে জাতীয় কবিতা পরিষদ। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সংলগ্ন চত্বরে ৩৬তম এই কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনের স্লোগান ঠিক করা হয়েছে ‘যুদ্ধ গণহত্যা সহে না কবিতা’।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় জাতীয় কবিতা পরিষদ।
তারা আরও জানান, এবারের কবিতা উৎসব উৎসর্গ করা হয়েছে কবি আসাদ চৌধুরী, কবি মোহাম্মদ রফিক, কবি জাহিদুল হক, কবি বুলবুল মহলানবীশ ও কবি হানিফ খানকে। উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার কবিরা অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা উৎসবের উৎসব পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ, আহ্বায়ক শিহাব সরকার, কবিতা নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক আমিনুর রহমান সুলতান, সাংগঠনিক উপ-পরিষদের আহ্বায়ক দিলারা হাফিজ, অনুষ্ঠান উপ-পরিষদের আহ্বায়ক আসলাম সানী প্রমুখ।