১ লাখ ২০ হাজার ডলারে উঠতে পারে বিটকয়েনের দাম: রিপোর্ট

0

আবার বাড়তে শুরু করেছে ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দর। বর্তমানে ডিজিটাল মুদ্রাটির দর দাঁড়িয়েছে ৩০ হাজার ২০০ ডলারে।

চলতি ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত বিটকয়েনের দাম ৮০ শতাংশ বেড়েছে। এই দর বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাজ্যের বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড এ আভাস দিয়েছে। 

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বিটকয়েনের দর আবার বাড়তে শুরু করেছে। ফলে শীর্ষ ক্রিপ্টোকারেন্সিটির প্রতি ব্যাপক আকৃষ্ট হতে পারেন বিনিয়োগকারীরা। বিশ্বব্যাপী সরবরাহের জন্য মজুত বাড়াতে উৎসাহিত হতে পারেন উৎপাদনকারীরা।

গত এপ্রিলে আরেক পূর্বাভাসে স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছিল, আগামী বছরের শেষ নাগাদ বিটকয়েনের মূল্য ১ লাখ ডলারে উঠতে পারে। সেসময় তারা বলেছিল, ক্রিপ্টেকারেন্সির তথাকথিত ‘শীতকাল’ শেষ হতে চলেছে।

তবে এখন ব্যাংকটির ঊর্ধ্বতন বৈদেশিক মুদ্রা বিশ্লেষক জেফ কেনড্রিক আরেক ধাপ বাড়িয়ে বলছেন, বিটকয়েনের দাম আরও ২০ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

তিনি বলেন, বিটকয়েনে মুনাফা বাড়ছে। ফলে এখন মুদ্রাটি খুব বেশি বিক্রি করবেন না বিনিয়োগকারীরা। অল্প পরিমাণে বিক্রি করবেন তারা। এতে নগদ প্রবাহ ভালো থাকবে। ফলে ভার্চুয়াল মুদ্রাটির নিট সরবরাহ কমবে। তাতে দরও ঊর্ধ্বমুখী থাকবে।

২০২১ সালের নভেম্বরে বিটকয়েনের দর ওঠে ৬৯ হাজার ডলারে। অদ্যাবধি ইতিহাসে যা রেকর্ড সর্বোচ্চ। সেই তুলনায় মুদ্রাটির মূল্য এখনও অর্ধেকেরও কম। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here