১ মাসে সীমান্তে ২৭২ কোটি ৩১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

0

গত এপ্রিল মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ২৭২ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে জড়িত ১৩৭ জন এবং অবৈধ সীমান্ত পারাপারের কারণে ২৬ জন বাংলাদেশি ও ৮ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়।

মঙ্গলবার বিকেলে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ১টি বন্দুক, ৪টি ম্যাগাজিন, ৩টি সকল প্রকার গান, ৩১টি পেট্রোল বোমা এবং ১১ রাউন্ড গুলি। 

এছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১১ লাখ ১ হাজার ৬১৯ পিস ইয়াবা, ২৬ কেজি ৪১৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৯ কেজি ৯০৫ গ্রাম হেরোইন, ২৩ হাজার ৪৩৭ বোতল ফেনসিডিল, ২২ হাজার ৯০৩ বোতল বিদেশি মদ, ৪ হাজার ৮৫৯ ক্যান বিয়ার, ১ হাজার ৮৪৩ কেজি গাঁজা, ৫ লাখ ৯৭ হাজার ১৭৫ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১৯ হাজার ২৯২টি নেশাজাতীয় ইনজেকশন, ৬ হাজার ২৪৮টি এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট, ৪ হাজার ৭৬৬টি ইস্কাফ সিরাপ, ১ হাজার ১৭৯ বোতল এমকেডিল ও কফিডিল, ১৩ লাখ ২১ হাজার ৫৬ পিস বিভিন্ন প্রকার ঔষধ এবং ২ লাখ ১৫ হাজার ৮৫০টি অন্যান্য ট্যাবলেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here