১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

0
১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ০-১ গোলে পিছিয়ে রয়েছেন হামজারা। ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল পায় স্বাগতিক হংকং।

মঙ্গলবার হংকংয়ের ৫০ হাজার দর্শকের সামনে ভালোই শুরু করেছিলেন লাল-সবুজের জার্সিধারীরা হামজারা। স্বাগতিকদের ভালোই সামাল দিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের ডিফেন্ডাররা। 

তবে হংকং ফরোয়ার্ড ফার্নান্দোকে পেছন থেকে ফাউল করে বসেন নির্ভরযোগ্য ডিফেন্ডার তারিক কাজ। জাপানিজ রেফারি পেনাল্টির বাঁশির সঙ্গে হলুদ কার্ড দেখান। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ম্যাথিউ। 

আজও সারা মাঠ দৌড়ে খেলছেন হামজা। হংকংয়ের অনেক আক্রমণ দূর থেকে উড়ে এসে ট্যাকল করছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। আবার খুব দ্রুত উঠে আক্রমণে সহায়তা করছেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে হামজার বাড়ানো এক বল বাংলাদেশের গোলের সুযোগ তৈরি করেছিল। সেটি ঠিক মতো ফিনিশ করতে না পারায় পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশের। 

আজ একাদশে সুযোগ পেয়ে রক্ষণে বেশি মনোযোগী ছিলেন জায়ান আহমেদ। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে একবার ফাউল করায় রেফারির হলুদ কার্ড দেখেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here