১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

0
১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

সংযুক্ত আরব আমিরাত থেকে এক কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে অন্তর্বর্তী সরকার। এতে ব্যয় হবে প্রায় ১৫৮ কোটি টাকা।

বুধবার (১২ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ক্রেডেন্টোন এফজেডসিও দ্য প্যালাডিয়াম থেকে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) জন্য এই তেল কেনা হবে।

এতে মোট ব্যয় হবে ১৫৮ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার ২০০ টাকা, যা অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৬৪ টাকা ২১ পয়সা। সভায় সয়াবিন তেল ছাড়াও চাল, চিনি ও সার আমদানির প্রস্তাব অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এদিকে, ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। লিটারপ্রতি সয়াবিনের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি। গত সোমবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here