তাসের ঘর সামলানোর ভার নিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দুই জনের ১০০ রানের পার্টনারশিপে শুরুর ধাক্কাটা সামলে উঠে বড় স্কোরের স্বপ্ন দেখেছিল টিম টাইগার্স।
তবে শেষ রক্ষা হয়নি। টপ অর্ডারের মতো টাইগারদের লোয়ার অর্ডারও ভেঙে পড়েছে তাসের ঘরের মতোই। নাসিম শাহের আঘাতে মিরাজের গোল্ডেন ডাকে যে পতনের সূত্রপাত। সেই পতন আরো শোচনীয় হয়ে শরীফুল ইসলামের আউটের মধ্য দিয়ে। শরীফুলও হয়েছেন নাসিমের শিকার।
৩৮.২ ওভার ব্যাট করেই অলআউট হয়ে যায় সাকিব আল হাসানের দল। সংগ্র থামে ১৯৩ রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হারিস রউফ। নাসিম শাহর শিকার ৩ টাইগার ব্যাটার।