পাকিস্তান নারী দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই চমক দেখিয়েছেন আয়েশা নাসিম। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের ভবিষ্যৎ নিউক্লিয়াস ভাবা হতো তাকে। সেই আয়েশা মাত্র ১৮ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার এক চিঠিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন আয়েশা নাসিম। নিজের অবসরের বিষয়ে এ ক্রিকেটার বলেন, ‘আমি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ইসলামের নীতি অনুসরণ করে জীবন পরিচালনা করতে চাই।’