নেত্রকোনার দুর্গাপুরের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ১৮ বছর পর ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আহম্মদ আলী (৬৫) জেলার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের বাসিন্দা।
২০০৫ সালে একটি হত্যা মামলার আসামি হওয়ার পর থেকে পলাতক ছিলেন আহম্মদ আলী। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে আদালতে হাজির করা হয়। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর থানার পুলিশ এই তথ্য নিশ্চিত করেন।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, তেজগাঁও শিল্প এলাকায় আহম্মদ আলীর আত্মগোপনের খবর পায় পুলিশ। এরপর থানার পুলিশের একটি টিম র্যাব-৩ এর সহযোগিতায় তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়।