অভিষিক্ত পেসারদের প্রথম সেটে চড়া দামে দল পেয়েছেন মাথিশা পাথিরানা। তাকে দলে পেতে নিলামের টেবিলে লড়াই করেছে লক্ষ্ণৌ, দিল্লি ও কলকাতা। শেষ পর্যন্ত ১৮ কোটিতে এই লঙ্কান পেসারকে দলে টেনেছে শাহরুখের দল কলকাতা।
এর আগে, নিলামের শুরুতেই জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের নাম ওঠে। তবে তাকে নিতে কেউ আগ্রহ দেখায়নি।
নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার। দুই কোটিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
নিলামের আগে থেকেই আলোচনায় ছিলেন ক্যামেরুন গ্রিন। নিলামের টেবিলেও তাকে নিকে রীতিমতো যুদ্ধ করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। প্রথমে তার প্রতি আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এক পর্যায়ে সেখানে যোগ দেয় চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে এই অজি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কলকাতা।

