১৮০ কিমি বেগে গাড়ি দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অজিত

0

গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা অজিত কুমার। কয়েক দিন পরই অনুষ্ঠিত হবে ‘দুবাই ২৪ আওয়ার রেস’। এতে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন অজিত। মঙ্গলবার অনুশীলন করতে গিয়ে তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে; দুমড়েমুচড়ে গেছে তার গাড়িটি।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদন জানিয়েছে, অজিত কুমার যে গাড়িতে অনুশীলন করছিলেন সেটি ক্ষতিগ্রস্ত হলেও অভিনেতা অক্ষত রয়েছেন।

অজিত কুমারের মুখপাত্র সুরেশ চন্দ্র বলেন, ‌আগামী ১১ জানুয়ারি রেস অনুষ্ঠিত হবে। এতে অংশ নেওয়ার আগে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করছেন অজিত। প্রথম সেশনে তার গাড়িটি বাউন্ডারিতে গিয়ে আঘাত করে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আজ আবারো অনুশীলন শুরু করবেন অজিত।

এনডিটিভি জানিয়েছে, ‘দুবাই ২৪ আওয়ার রেস’ প্রতিযোগিতার নিয়ম হলো- ২৪ ঘণ্টার রিলে রেস। প্রত্যেক চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। তারই অনুশীলন করছিলেন অজিত। সেসময় তার তার গাড়ির গতি ছিল ১৮০ কিলোমিটার; তখনই দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেতা।

সিনেমার পাশাপাশি গাড়ি ও মোটরসাইকেলের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে অজিত কুমারের। তিনি একজন পেশাদার রেসার। ২০২৩ সালের সেপ্টেম্বরে মোটরসাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণ শুরু করেন। নেপাল-ভূটান এবং ইউরোপের বেশ কিছু দেশ ভ্রমণ করেছেন এই অভিনেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here