১৮তম জাতীয় উশু প্রতিযোগিতা উদ্বোধন

0
১৮তম জাতীয় উশু প্রতিযোগিতা উদ্বোধন

১৮তম জাতীয় উশু প্রতিযোগিতা আজ রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন ঘোষণা করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, এনডিসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উশুর অন্যতম মর্যাদাপূর্ণ এ আয়োজনের উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম উশুর জন্য সর্বপ্রকার সহায়তার আশ্বাস প্রদান করেন। 

সভাপতির বক্তব্যে বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান আশাবাদ ব্যক্ত করেন যে, পরিকল্পনা অনুযায়ী কাজ করে গেলে উশুর সুদিন ফিরিয়ে আনা সম্ভব। তিনি বলেন, বাংলাদেশে উশুর দারুণ সম্ভাবনা রয়েছে। আগামীতে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বিশেষ করে এশিয়ান গেইমসে স্বর্ণপদক জয় লাভ করতে আগ্রহী বাংলাদেশ।  

উশুর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু বলেন ফেডারেশন চেষ্টা করছে ঢাকার অদূরেই উশুর জন্য একটি পূর্ণাঙ্গ ও আধুনিক ক্রীড়া স্থাপনা তৈরির জন্য। 

বাংলাদেশ উশু ফেডারেশন কর্তৃক আয়োজিত ১৮তম জাতীয় উশু প্রতিযোগিতাটি ২৩ জুলাই শুরু হয়। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে ২৭ জুলাই পর্যন্ত।

এবারের প্রতিযোগিতায় সেনাবাহিনী, বিজিপি, পুলিশ, আনসার ও ভিডিপি এবং বিকেএসপি সহ মোট ২৮টি দলের প্রায় ৪১৮ জন ক্রীড়াবিদ, কোচ ও কর্মকর্তা অংশ নিচ্ছেন। পুরুষ ও নারী মিলিয়ে এবার রয়েছে ২৭টি স্বর্ণপদক ইভেন্ট। এরমধ্যে সান্দা ফাইটে ১৯টি এবং তাওলুতে ৮টি ইভেন্ট। প্রতিযোগিতার শেষে বিভিন্ন শ্রেণিতে সর্বমোট ১০৮টি পদক (স্বর্ণ, রৌপ্য ও তাম্র) প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here