ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ১৭ হাজার রানের মাইলফলক ছুঁলেন। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে এই রান স্পর্শ করেন তিনি। ষষ্ঠ ভারতীয় হিসেবে এই নজির গড়লেন রোহিত।
রোহিতের আগে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি ও মহেন্দ্র সিং ধোনি ১৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
উল্লেখ্য, শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ হাজার ৩৫৭ রান করেন। বিরাট কোহলির রান ২৫ হাজার ৪৭। অবশ্য কোহলির রান আরও বাড়ারই কথা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোহলি ব্যাট করতে নামেননি চতুর্থ টেস্টে। রাহুল দ্রাবিড়ের রান ২৪ হাজার ৬৪। সৌরভ গাঙ্গুলির আন্তর্জাতিক রান ১৮ হাজার ৪৩৩। মহেন্দ্র সিং ধোনি করেন ১৭ হাজার ৯২ রান। আর রোহিত শর্মার রান ১৭ হাজার ১৪।