সোনাগাজীতে কাগজপত্রবিহীন গাড়ি নিয়ন্ত্রণ ও যানবাহন সংক্রান্ত আইন প্রতিপালনে শনিবার পৌর-শহরে অভিযান পরিচালনা করেছে জেলা ট্রাফিক বিভাগ। অভিযানে জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) এখলাছুর রহমান ও সার্জেন্ট জামান শিকদার নেতৃত্ব দেন।
সোনাগাজী মডেল থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। এসময় কাগজপত্রে ত্রুটি থাকায় ১১টি সিএনজি অটোরিকশা, চারটি মোটরসাইকেল, একটি নসিমন (ভটভটি) ও একটি খাদ্যপণ্য ডেলিভারির গাড়ি আটক করে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়। মোট ১৭টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।