১৭ বছর বয়সে পরপারে বাঁহাতি স্পিনার

0

অনূর্ধ্ব-১৮ বিভাগীয় টুর্নামেন্টে আগামীকাল খেলতে নামার কথা ছিল মহরম হোসেন মহিনের। কিন্তু তার আগেই আজ পৃথিবীকে বিদায় জানিয়েছেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন তিনি।

বিভাগীয় টুর্নামেন্টে অংশ নিতে ঢাকা দক্ষিণ দলের হয়ে অনুশীলন করছিলেন মহরম।

কিছুদিন ধরেই ফরিদপুরে দলের সতীর্থদের সঙ্গে অনুশীলন করে আসছিলেন বাঁহাতি স্পিনার। তবে হঠাৎ করে পেট ব্যথা ওঠায় ফরিদপুর মেডিক্যাল কলেজে ভর্তি হন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তিও করানো হয় মহরমকে।

তীব্র অ্যাসিডিটির সঙ্গে তার শরীরের আরো কিছু জটিলতা ধরা পড়লে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচার শেষে শুরু ভালোই বোধ করছিলেন মহরম। হঠাৎ করে অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। কিন্তু আর সুস্থ হয়ে মাঠে ফিরতে পারলেন না তিনি।

বরিশালের গৌরনদীতে বাড়ি মহরমের। বাবা একজন স্কুলশিক্ষক। মহরমের মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here