১৭তম ডাক মেরে হরভজনকে ছুঁলেন কোহলি

0
১৭তম ডাক মেরে হরভজনকে ছুঁলেন কোহলি

টানা সাত মাস বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বিরাট কোহলি। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে তিনি বলেছিলেন, ১৫–২০ বছর একটানা ক্রিকেট খেলেছেন। সাত মাসের বিরতি তার জন্য নতুন শক্তি। 

তার এই প্রত্যাবর্তন ঘিরে সবার প্রত্যাশা ছিল ভালো কিছুর। তবে বাস্তবে হয়েছে তার উল্টো। সেই সঙ্গে ‘লজ্জার’ রেকর্ডেও নাম উঠে গেল তার।

রবিবার (১৯ অক্টোবর) তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিংয়ে যায় ভারত। শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায়। ১৪ বলে ৮ রান করেন তিনি। পরে ক্রিজে আসেন কোহলি। তবে শুরু থেকেই কেমন যেন অস্বস্তি বোধ করছিলেন। সাত বল থেকে কোনো রান পাননি। অষ্টম বল ছিল স্টাম্পের বাইরে, ফুল লেংথ ডেলিভারি। সেখানে ব্যাট চালিয়ে দিলে বল উড়ে যায় পয়েন্টের দিকে। সেখানে কুপার কনোলি দারুণ এক ক্যাচ তালুবন্দি করেন। মিচেল স্টার্কের বলে আউট হয়ে ডাক মেরে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

এই আউটের মাধ্যমে কোহলি ওয়ানডে ক্যারিয়ারে ১৭তম ডাক মারার রেকর্ড করলেন। ভাগ বসিয়েছেন হরভজন সিংয়ের সঙ্গে। আর পেছনে ফেলেছেন রোহিত শর্মাকে। 

ভারতীয় ক্রিকেটারদের মধ্য সর্বাধিক ডাকের তালিকা–
 
শচীন টেন্ডুলকার: ২০
জাভাগাল শ্রীনাথ: ১৯
অনিল কুম্বলে, যুবরাজ সিং: ১৮
বিরাট কোহলি, হরভজন সিং: ১৭
রোহিত শর্মা, সৌরভ গাঙ্গুলি: ১৬।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here