১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নয়: বিল গেটস

0

বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা একটি ‘স্মার্ট’ সিদ্ধান্ত হতে পারে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে আইন পাস করেছে। এই আইনে ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলোকে ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট ব্লক করতে হবে। না হলে ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ২৫.৭ মিলিয়ন পাউন্ড) জরিমানা গুনতে হবে।

এ বিষয়ে সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বিল গেটস বলেন, “প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার ঝুঁকিপূর্ণ। বই পড়া বেশি হলেও সমস্যা, বাচ্চারা যদি সারাক্ষণ ঘরে থাকে, বাইরে না যায়, সেটিও ক্ষতিকর।”

সোশ্যাল মিডিয়া সম্পর্কে তিনি বলেন, “ভিডিও গেম বা মোবাইল ফোনের মতো হলেও সোশ্যাল নেটওয়ার্কিং আরও বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।”

অস্ট্রেলিয়ার নতুন আইন প্রসঙ্গে তিনি বলেন, “১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের সোশ্যাল মিডিয়া থেকে বিরত রাখার উদ্যোগ কার্যকর হলে, এটি আকর্ষণীয় হবে। আমি মনে করি, এটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।”

সরকার কেন সোশ্যাল মিডিয়া নিয়ে চিন্তিত?
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, “প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে, সব ঝুঁকি এড়ানো সম্ভব নয়। তবে অভিভাবকরা উদ্বিগ্ন, তাই আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”

তিনি আরও বলেন, “এমন চ্যালেঞ্জ এর আগে আসেনি, তাই অভিভাবকদের সামনে কোনো নির্দিষ্ট গাইডলাইনও নেই।”

যুক্তরাজ্যের অবস্থান
২০২৩ সালে যুক্তরাজ্য ‘অনলাইন সেফটি অ্যাক্ট’ পাস করে, যা শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিরাপদ করার লক্ষ্য নির্ধারণ করে। তবে, অস্ট্রেলিয়ার মতো ১৬ বছরের কম বয়সীদের জন্য সরাসরি নিষেধাজ্ঞার কোনো পরিকল্পনা নেই।

যুক্তরাজ্যের প্রযুক্তি সচিব পিটার কাইল বলেছেন, তিনি অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন হলে এ ধরনের নিষেধাজ্ঞার বিষয়ে ভাবছেন।

শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি ও নতুন নিয়ম
যুক্তরাজ্যের Ofcom এর ২০২২ সালের প্রতিবেদনে বলা হয়েছে, ৮-১২ বছর বয়সী অনেক শিশু নিজেদের বয়স ১৮ বা তার বেশি দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলছে। এতে তারা ক্ষতিকর কনটেন্টের শিকার হতে পারে।

‘অনলাইন সেফটি অ্যাক্ট’ অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে মার্চের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইন লঙ্ঘন করলে, ১৮ মিলিয়ন পাউন্ড বা মোট আয়ের ১০% পর্যন্ত জরিমানা করা হতে পারে। এছাড়াও অবৈধ কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থ হলে প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার ক্ষমতাও সরকারের থাকবে।

সোর্স: ইন্ডিপেন্ডেন্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here