১৬ এপ্রিলের ট্রেনের টিকিট মিলবে আজ

0

ঈদে বাড়ি যাওয়া মানুষের ফেরত আসার সুবিধার্থে ১৬ এপ্রিলের টিকিট বিক্রি হবে আজ শনিবার (৬ এপ্রিল)। 

রেল সূত্র জানায়, সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ও দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদেরকে অনলাইনে টিকিট কিনতে হবে।

যাত্রীরা ঈদের অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। এই টিকিট রিফান্ড করা হবে না।
 
আগামী ১৫ এপ্রিল যারা ঢাকায় ফিরতে চান তারা গতকাল শুক্রবার (৫ এপ্রিল) অগ্রিম টিকিট সংগ্রহ করেন। এর আগে, গত ২৪ মার্চ ঈদযাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ মার্চ পর্যন্ত এ অগ্রিম টিকিট বিক্রি চলে। গত ৩ এপ্রিল শুরু হয় ঈদের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here