১৫ বছর পর নাটোর কেন্ত্রীয় ঈদগাহ মাঠে বিএনপি নেতাকর্মীদের নামাজ আদায়

0

দীর্ঘ ১৫ বছর পর নাটোর কেন্ত্রীয় ঈদগাহ মাঠে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ জেলার নেতাকর্মীরা ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করতে ভোর থেকেই ঈদগাহ মাঠে প্রবেশ করেন তারা।

সোমবার সকাল ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাতে নামাজ আদায় করেন নেতাকর্মীরা। প্রথম জামাতের ইমামতি করেন আলাইপুর মারকাজ মসজিদের ইমাম মাওলানা মফিজুর রহমান। 

এরপর একই মাঠে সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এ শহরে আমি বেড়ে উঠেছি, রাজনীতি করেছি, এখান থেকেই আমি এমপি, মন্ত্রী হয়েছি। কিন্তু ফ্যাসিবাদ শাসন আমলে দীর্ঘ ১৫ বছর এ মাঠে নামাজ আদায় করতে পারিনি। এটা আমার দুর্ভাগ্য। মহান আল্লাহপাকের জন্য আজ এ মাঠে এসে নামাজ পড়তে পেরেছি। নাটোর আমার জন্মস্থান কিন্তু এ নাটোরে এসে আমি ঈদ পালন করতে পারিনি। 

দুলু আরও বলেন, ঈদে বাড়ি আসলে ফ্যাসিবাদ সরকারের সন্ত্রাসীরা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাকে চলে যেতে বাধ্য করতো। কখনও ঈদের সকালে সেমাই মুখে তুলবে সেই সময় পুলিশ ফোন করে বলে আপনি চলে যান, না হলে গ্রেফতার করা হবে। মনের কষ্ট নিয়ে চলে গিয়েছি। আত্মীয়-স্বজনদের সঙ্গে এত বছর ঈদ পালন করতে পারিনি। এমন একটি জীবন অতিবাহিত করতে হয়েছে। নাটোরের মানুষের ভারোবাসায় আমি এমপি, মন্ত্রী হয়েছি। নাটোরকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। আল্লাহপাক বাঁচিয়ে রাখলে আমি তা পূরণ করবে ইনশা আল্লাহ। সবাই দোয়া করবেন।

কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির অন্য নেতাদের মধ্যে নামাজ আদায় করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, বিএনপি নেতা কাজী শাহ আলম, মো. সাইফুল ইসলাম আফতাব, জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, ফরহাদ আলী দেওয়ান শাহীন, ফয়সাল আলম আবুল বেপারি, জিএস শহীদুল্লাহ সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা চপলসহ বহু সংখ্যক নেতাকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here