১৫ বছর পর দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু

0

রংপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার দুপুরে রংপুরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. হায়দার আলী তাকে খালাস দেন। ২০১০ সালে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে মামলা করে রংপুর দুর্নীতি দমন কমিশন। দীর্ঘ ১৫ বছর পরে খালাস পেলেন সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য (এমপি) বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু।

দুদকের আইনজীবী হারুন উর রশিদ খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সাবেক উপমন্ত্রী, সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু আদালতে হাজির হলে রাষ্ট্রপক্ষ ওই মামলায় অভিযোগ প্রমাণ করতে সক্ষম না হওয়ায় রংপুরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক খালাস প্রদান করেন।

আদালতের রায়ে খালাস পেয়ে আসাদুল হাবিব দুলু বলেন, মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। আমি কখনো অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here