পাকিস্তান দলের আয়ারল্যান্ড সফরের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী মে মাসে তিনটি টি-টোয়েন্টি খেলবে দল দুটি। ম্যাচ তিনটি হবে ১০, ১২ ও ১৪ মে। সবগুলো ম্যাচই হবে ডাবলিনের ক্যাসল এভিনিউয়ে।
এই সংস্করণে এখন পর্যন্ত কেবল একবারই দেখা হয়েছে দল দুটির। ২০০৯ সালের জুনে ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচে পাকিস্তান জিতেছিল ৩৯ রানে।
আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সংস্করণে এক ডজন ম্যাচ খেলবে পাকিস্তান। আয়ারল্যান্ড সফরের আগে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা। এই সিরিজ শুরু হবে ১৮ এপ্রিল, শেষ হবে ২৭ এপ্রিল। এরপর আয়ারল্যান্ড সফর শেষে ইংল্যান্ডে ২২ মে থেকে স্বাগতিকদের বিপক্ষে পাকিস্তান খেলবে চারটি টি-টোয়েন্টি।
বিশ্বকাপের আগে মে মাসে নেদারল্যান্ডসের বিপক্ষেও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তানের। তবে পিসিবির অনুরোধে গত নভেম্বরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয় এই সিরিজ। অন্যান্য সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এবং ক্রিকেটারদের ‘ওয়ার্কলোড’ বিবেচনায় ওই অনুরোধ করেছিল পিসিবি।
পাকিস্তান সবশেষ খেলেছে গত জানুয়ারিতে, সেটাও ২০ ওভারের সংস্করণেই। নিউ জিল্যান্ডে ওই সফরে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে হারে তারা। আয়ারল্যান্ড এই মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারে আফগানিস্তানের বিপক্ষে। তবে একমাত্র টেস্টে আফগানদের হারিয়ে এই সংস্করণে নিজেদের প্রথম জয়ের স্বাদ পায় আইরিশরা।