১৫ বছরে ৭৬১ কোটি টাকা জরিমানা আদায় ট্রাফিক পুলিশের

0

গত ১৫ বছরে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগগুলো জরিমানা আদায়ের মাধ্যমে মোট ৭৬১ কোটি টাকা সরকারি কোষাগারে জমা জমা দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার বিকালে জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৫ বছরে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগগুলো জরিমানা আদায়ের মাধ্যমে সর্বমোট ৭৬১,৯৯,২৩,২৭৭/-(সাতশত একষট্টি কোটি নিরানব্বই লাখ তেইশ হাজার দুইশত সাতাত্তর টাকা মাত্র) সরকারি কোষাগারে জমা প্রদান করেছে। উল্লেখ্য যে, বর্তমানে দেশে ০৮টি মেট্রোপলিটন পুলিশ ইউনিট রয়েছে। 

আওয়ামী লীগের আরেক সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৩ সালে ৪৭৭ (চারশত সাতাত্তর) জন পুলিশ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদান করেছেন। তারমধ্যে ৩৩০ (তিনশত ত্রিশ) জন পুরুষ এবং ১৪৭ (একশত সাতচল্লিশ) জন নারী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সদস্যরা সাউথ সুদান, সাইপ্রাস, লিবিয়া, মালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here