পাকিস্তানের পাখতুনখোয়ায় মঙ্গলবার হঠাৎই খারাপ হয়ে যায় একটি কেবল-কার। পাহাড়ের মাঝখানে ঝুলতে থাকেন ছয় শিশু এবং দু’জন মধ্যবয়সি ব্যক্তি। রোপওয়ে বা কেবল-কারে চড়ে স্কুলে যাচ্ছিল ওই ছয় শিশু। মাটি থেকে ৯০০ ফুট উচ্চতায় ঝুলছিল তাদের কেবল-কার।
স্থানীয় মানুষ প্রশাসনকে খবর দেয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে সেনাবাহিনীর কর্মকর্তারা পৌঁছান। যে অঞ্চলে ঘটনাটি ঘটেছিল, সেখান থেকে উদ্ধার করা খুবই সমস্যার বলে প্রাথমিকভাবে জানিয়েছিল সেনা কর্তৃপক্ষ। তবু তারা সবরকম চেষ্টা শুরু করেন।
হেলিকপ্টার থেকে সেনা সদস্যরা দড়িতে ঝুলে শিশুদের কাছে পৌঁছানোর চেষ্টা চালান। শেষপর্যন্ত এভাবেই তাদের উদ্ধার করা হয়। সন্ধ্যার পর আর হেলিকপ্টার ব্যবহার করা যায়নি। তবে ভিন্ন উপায়ে সকলকে শেষপর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে।
পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী আনওয়ার উল হক কাকার টুইট করে জানিয়েছেন, প্রথম থেকেই এই ঘটনার দিকে চোখ ছিল। সকলকে উদ্ধার করা গেছে এটা দেখে শান্তি লাগছে। সূত্র : ডয়েচে ভেলে।