বলিউডের নন্দিত অভিনেতা ও নির্মাতা সতীশ কৌশিক হৃদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার মারা গেছেন। তার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক এক অভিযোগ তুলেছেন দিল্লির এক নারী। সানভি মালু নামে ওই নারীর দাবি, ১৫ কোটি টাকার জন্য অভিনেতাকে খুন করেছেন তার স্বামী। দিল্লির পুলিশ কমিশনারকে চিঠি লিখে এই দাবি করেছেন তিনি।
অভিযোগ কারী ওই নারী দিল্লির ব্যবসায়ী এবং কোম্পানির পরিচালক বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রী। সানভি মালু নামের ওই নারী দাবি করেছেন, তার স্বামী অভিনেতা সতীশ কৌশিককে ১৫ কোটি টাকার বিরোধের কারণে খুন করেছেন। পুলিশের কাছে তার অভিযোগে সানভি মালু বলেছেন- কয়েক বছর আগে তার স্বামী সতীশ কৌশিকের কাছ থেকে ১৫ কোটি টাকা নিয়েছিল। কিন্তু তার স্বামীর কাছে শোধ করার মতো টাকা ছিল না এবং কৌশিক টাকা ফেরত চেয়ে ছিলেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।