১৪ সেকেন্ডের ব্যবধানে ভূমিকম্পে দুবার কাঁপল আসাম

0
১৪ সেকেন্ডের ব্যবধানে ভূমিকম্পে দুবার কাঁপল আসাম

উত্তর-পূর্ব ভারতের আসামে ১৪ সেকেন্ডের ব্যবধানে হালকা ও মাঝারি মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভারতের স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিট ৩৮ সেকেন্ডে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। এরপর ভোর ৪টা ১৭ মিনিট ৫২ সেকেন্ডে ৪ দশমিক ৯ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়।

৫ দশমিক ২ মাত্রার প্রথম ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসামের ধিং থেকে ১৩ দশমিক ৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মরিগাঁও থেকে ১৪ কিলোমিটার উত্তর উত্তর পূর্বে (26.368°N 92.394°E) । আর ৪ দশমিক ৯ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসামের ধিং থেকে ২২ দশমিক ৮ দশমিক ৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মরিগাঁও থেকে ৯ দশমিক ৪ কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে (26.326°N 92.308°E) ।

ওই দুই জায়গার দূরত্ব ১০ কিলোমিটারের কম। দুই ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আনুমানিক ৩৫ থেকে ৫০ কিলোমিটার গভীরে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের সময় আসামের বিভিন্ন এলাকার বাসিন্দারা প্রবল ঠাণ্ডা ও ঘন কুঁয়াশার মধ্যে বাড়ি থেকে বাইরে বের হয়ে আসেন।

ভূমিকম্প দুটির উৎপত্তি কোপিলি ফল্ট লাইনে। এর আগেও এই ভূতাত্ত্বিক চ্যুতিতে বেশ কয়েকটি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। আসামসহ উত্তর-পূর্ব ভারত দেশটির সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here